5 Best Way to Spend Your Lottery Winning Money লটারিতে পাওয়া টাকার অপব্যবহার না করে সঠিক খরচের নিয়ম।
আমরা প্রত্যেকেই এক সাথে অনেক গুলো টাকা হাতে পেলে খুঁজে পাই না বা বুঝে উঠতে পারিনা কী করবো এতো গুলো টাকা।
অতিরিক্ত আনন্দে ভুল ভাল জায়গাতে সেই টাকা খরচ করে ফেলি যার ফলে আমাদের পরে বড়ো কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং ভবিষ্যতের অতি প্রয়োজনে আর সেই টাকা থাকে না।
ঠিক সেই রকম বড়ো অঙ্কে লটারি পাওয়ার ফলে মানুষ কী করবে সেই টাকা ভেবে না পেয়ে বিভিন্ন ভাবে অপচয় করে ফেলে এবং সেই খরচের ফলে পরে তার কাছে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না প্রয়োজনের সময়।
তাই লটারিতে আপনি যাই টাকা জিতুন সেটি খরচ (Money Spend) করার আগে ঠান্ডা মাথায় ভাবুন আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যত নিয়ে।
তার আগে নীচের এক ঝলকে জেনে নিন ৫ টা উপায়। যেটা মেনে চললে, আপনার টাকা জমাতে খুব একটা অসুবিধা হবে না।
1).মানুষের সাথে সঠিক ব্যবহার: – এখানে ব্যবহার বলতে আপনি যদি কোনো ব্যক্তির কাছে পূর্বে ঋণ বা কিছু ধার নিয়ে থাকেন প্রথমে সেটি মেটানোর ব্যাবস্থা করুন এর ফলে আপনার সেই ব্যক্তির সাথে ব্যবহার ভালো থাকবে এবং আপনার ভবিষ্যতের জন্য মানুষের সাথে সৎ ভাব তৈরী হবে যার কারনে আপনার দৃরদিনে আবার সাহায্য পাবেন।
2).আপনার প্রয়োজন :- আপনি যদি আগে থেকে কোন ব্যাবসার বা অন্যান্য কিছু প্লান করে থাকেন তবে আপনি সেটি করে ফেলুন। অবশ্যই মনে রাখবেন সেইটি করতে যেন আপনার সম্পূর্ণ অর্থ ব্যায় না হয়ে যায়, এবং ব্যায় হয়ে গেলেও দেখবেন যা অর্থ ব্যায় করলেন সেখান থেকে যেন সঠিক অর্থ আয় হয়ে থাকে।
3).নিজস্ব বা পরিবার সংসার :-আপনার নিজের বা পারিবারের কোন কিছু প্রয়োজনের সামগ্রি দরকার লাগলে সেটি মেটান অবশ্যই দরকার। সেখানের মধ্যে থাকতে পারে আপনার জামা কাপড়, বা প্রয়োজনের বিভিন্ন রকমের জিনিস পত্র।
4).টাকার বিনিয়োগ (Money investment) :- আপনার কাছে যদি আগে থেকে চলতি ব্যাবসা বা কিছু মাধ্যম থেকে থাকে যাতে আপনার টাকা বিনিয়োগ করলে আরো অর্থ স্ফীত বা আরো লাভবান হবেন তবে সেখানে বিনিয়োগ করতে পারেন।
5).টাকার সঞ্চয় (Save money) :- টাকা সঞ্চয় করে রাখা খুব প্রয়োজন, তবে সঞ্চয় করার আগে লক্ষ্য রাখতে হবে টাকার সুদের পরিমান বেশি কিন্তু নিরাপদ স্থানে টাকাটি সঞ্চয় করছেন কিনা।
🕖 টাকা খরচের সমস্ত বিষয়টি নির্ভর করছে আপনার বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর।
আমরা এখানে শুধু মাত্র (Lottery Winning Money) লটারিতে পাওয়া টাকার অপব্যবহার না করে সঠিক খরচের পাঁচটি দিকের কথা বলেছি।
Ok
Hey! Do you use Twitter? I’d like to follow you if that would be ok.
I’m absolutely enjoying your blog and look forward to new updates.
Can I simply say what a comfort to find someone who actually understands what they are discussing on the net. You definitely understand how to bring an issue to light and make it important. More people should check this out and understand this side of the story. I was surprised that you are not more popular since you most certainly have the gift.